নীল রং আর তুমি
/////////////////////
             সৌমেন

দুচোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে এলো
তাতে না চিবুক ভিজে ,না মাটি ভিজে
শুধু অন্তর ভিজে যায় ব্যাথায় ব্যাথায়।

জানো অপরাজিতা
তোমার আদরের গাছটা আজ
অনেক বড় হয়েছে
অনেক নীল বাহারে ছেয়ে গেছে
সবুজে নীলে দুয়ে মিলে কত না বলা কথা বলে।
জানো ,
তোমার অপরাজিতা
আজ বাবুদের টেবিলের শোভা বাড়িয়েছে।
সবাই খুব সুনাম করেছে নীলরঙের


তুমি নেই
তবুও জড়িয়ে আছে
নীল রঙের সাথে তোমার নাম।