নেচে আনন্দ পাই
***********
আমরা যারা গরিব গুবরে স্বভাবের
মন্ত্রীর কথা হা করে শুনি বুঝে? না বুঝে?
দুয়ারে দুয়ারে দিচ্ছে সব নায়িকারা ভাষণ
যেন উৎসব চলছে
কে কত মাটির কাছাকাছি কে কত আপন
তলে তলে করছে ওরা
নকশা শাসন আর শোষণ
মাটির ঘরে তাল পাতার চাটায় বসে
খেলো ওরা পোস্ত বাটা ভাত
খুশিতে গদগদ পাড়া পড়শী মহল্লা বাসী
উফঃ দিদি রেখেছে মাথার উপর উন্নয়নের হাত।
ওরা হাত নাড়ালে আমরা খুশি
যেন ঝরে পড়ে সোনা
আর কোমর দুলিয়ে নাচন করি
খুশি যেন ধরে না
ওরা খুশী উপচে পড়া ভোট পেয়ে
আমরাও বেজায় খুশি
মাসে মাসে পাঁচশ টাকার নোট পেয়ে।
বোঝবার মতো জ্ঞান যখন ছিলো না
এখন শুধু ধর্ণায় বসে দিনরাত আর কেঁদো না।
ভবিষ্যত প্রজন্মের করব
খুঁড়ছো সবাই নিজ হাতে দায়িত্ব নিয়ে
আফিমের নেশার মতো
বুঁদ হয়ে আছো পাঁচশ টাকার নোট পেয়ে।
প্রজন্ম তোমার অন্ধকারে
মেরুদণ্ড হীন জীবন নিয়ে করবে বাস
নেতা মন্ত্রী র কথায় নেচে নেচে
নিজে করছো বিষবৃক্ষের দীর্ঘমেয়াদি চাষ।
মনে রেখো নেচে আনন্দ পাই
আর নাচিয়ে আনন্দ পাই
দুটোর মধ্যে শুভ কারণ থাকা চাই।
নাহলে জীবন তোমার অন্ধকার আর অন্ধকার
ছাই ভস্ম ছাই আর ছাই