নবীন কাকা ও একটা গর্ত
///////////////////////////////////////////////

নবীন কাকা কি দেখো এমন ঝুঁকে ঝুঁকে,
মাটির নিচে গর্ত তো নয়
যেন সুড়ঙ্গ একটা গেছে এঁকেবেঁকে।
তুই কি বুঝবি ভাই পোড়া কপাল যে আমার,
জড়িযে আছে কিছু স্মৃতি
ছুঁয়ে আছে আপন গরিমা।

এই যে দেখছিস চারিদিকে
ক্ষেত খামারে ভরা,
সোহাগ করা বস্তু ভিটের মাঝে গর্ত কেন?
মোর চোখের নয়ন তারা!

এখন আমি নব্বই বছর,
ঘাটের মড়া আমি,
পঁয়ষট্টি বছর আগে আমার সাথে
কেউ ছিল যে প্রানের থেকে দামি।
আমরা দুজন দুজনাতেই
হারিয়ে ছিলাম মনের সুখে।
সব দুঃখ ভুলে গিয়ে ঘর বাঁধার
স্বপ্ন শুধু চোখে মুখে।

আজ যেখানে ঘর দেখছিস এটা
ছিল সোনামুখীর চোরা বালুর চর।
মনের সুখে ঘর বাঁধলাম ভুলেও
কখনো হয়নি ইন্দ্রিয়োগোচর।

পূর্ণিমাকে সাক্ষী করে প্রিয়ার
হাতে হাতটি ধরে জীবন জ্যোতি
বিলিয়ে দিয়ে স্বপ্নে স্বপ্নে
সোহাগ করে,
নিশিযাপন চোরা বালির উপর
তাসের ঘরে।

মহাকালের বিধি বাম ছিনিয়ে
নিলো মোর প্রাণ,
চোরা বালুর চোরা স্রোতে মিলিয়ে
গেল এই গর্ত মুখে।
বসত ভিটে পড়ে আছে খাঁখাঁ,
জীবন চোরা স্রোতে!
সেদিন থেকে একা আমি বেঁচে
আছি এই মায়াবী গর্ত আগলে রেখে।

এই গর্তে আমিও একদিন
মিলিয়ে যেতে চাই
তাই নিয়ম করে ঝুঁকে ঝুঁকে
গর্ত দেখি!কবে সুযোগ পাই।
ঝুঁকে ঝুঁকে গর্ত দেখার কারণ
এবার বুঝলি ভাই??