নাম তার পার্থীতা (পঞ্চম পর্ব)
////////////////////////////////////

জানলার ধারে ফিঙে গান করে
ঘুম ভাঙে ভোরাইয়ের সুরে
পিটিপিটি চোখে চেয়ে সে দেখে
দিনের আলো গেছে ভরে।
রাতের যন্ত্রনা এখনও যে যায় না
মাথা মন দেহ আছে জুড়ে।
কফি কাপ হাতে মাএলো হাসি মুখে
বলে চুমুক দে কাপে সব চিন্তা যাবে উড়ে।

কোদাল কাঁধে পচা এলো সকালে
বলে কি কাজ আছে?
পড়ে আছে হাজার কাজ
আমি ভীষণ ব্যস্ত আজ
বলিয়া উদ্যত হইল মনসা গাছ ছেদনে।
পার্থীতা চেঁচিয়া কয় কিবা কর মহাশয়
মনসা গাছ ছেদনের নাহি আজ প্রয়োজন।
তুমি শুধু চারিপাশ কোদাল দিয়া করিও পরিষ্কার
বাকি যা আছে থাক তাহা সেইমতো।
তোমার বাম দিকের আছে যত ডালিয়া
ভালো করে বাঁধিয়া রাখিও সোজা সাধ্যমত।

মা এসে বলে কি চলছে সাধু ভাষায়
তোদের কথপোকথন।
তিন জনে মিলে হাসে প্রাণ খুলে
পচা কয়  মা সবাই কেন হয়না দিদিমনির মতন।

কফি কাপে চুমুক দিতে দিতে পার্থীতা বলে
ওই যে দেখছিস ডানদিকে-
ফরকেরিয়া,ব্লু মুন,এডেনিয়াম
গোড়া গুলো পরিষ্কার করে একটু খাদ দে ঢেলে।
যাওয়ার আগে স্নো বল গুলো
যত্ন করে জল দিয়ে যাস
যাওয়া আসার রাস্তা হবে
একটু বাড়তি নজর রাখ।

গোলা ঘরের পাশে ক্যাকটাস গুলো
ছড়িয়ে ছিটিয়ে হয়েছে হতশ্রী
একটু হাতের কারুকার্য দেখা
একটু সাজিয়ে কর সুশ্রী।

দিদি মনি এত কিছু করা যাবে না
বেলা অনেক হলো
ফুল দোকানি বুলু এবার
বোধহয় বাড়ি ফিরে গেল।
চারিদিকে বিয়ের বাজার ফুলের বড় খরা ,
ফুলের যোগান কম
আগে ভাগে বলে রাখি শুধু শুধু টাকা যাবে বেশি,
বাজার এখন ভীষণ গরম।

ক্রমশ.......