নাম তার পার্থীতা (অষ্টম পর্ব)
///////////////////////////////////
টিয়া বৌদি কয়,
দিদি কি ভাগ্য করে পেয়েছো
একখানি মেয়ে তোমার ঘরে
যেমন রূপ তেমন গুন ভগবান সব কিছু,
দিয়েছে উজাড় করে।
ভীষণ হিংসে হয় ঈর্ষা করে
আমার মেয়ে দেখো কোনো গুননাই
দিনেরাতে শুধু টিভি দেখে মরে।
পার্থীতা বলে বউদি
এই ভুলটা কখনো করো না
কারোর সাথে কারোর তুলনা কখনও চলে না।
সবাই সবার থেকে আলাদা আলাদা গুনের অধিকারী।
কখনো কি তুমি খুঁজে দেখছো?
কোন গুণটা ওর মধ্যে ভীষণ কার্যকারী।
সেটাতেই দাও উৎসাহ উদ্দীপনা
সেই কাজে দক্ষ কর ,
তুলনা করে বাড়িও না একদম বিড়াম্বনা।
দেখো দিদি দেখো কেমন
সহজ কথায় সোজা সাপটা বলে
দিদি তোমার মেয়ের মতো
আমার আর একটা মেয়ে চাই
ঠাকুর কখনও যদি মুখ তুলে।
পার্থীতা হো হো করে হেসে বলে
বউদি তুমি আমায় নাওনা তোমার মেয়ে করে
তোমার সব মানবাঞ্ছা পূর্ন হবে
আমিও একটা মা পাবো নতুন করে।
তিনজনে হাসে মন খুলে
টিয়া বৌদি কয়
আমি যাই অঞ্জলীকে নিয়ে আসি
দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি নাকি হিস্ট্রি লোকে তাই বলে।
ক্রমশ.........