কয়েক কদম পায়ে পায়ে চলা
সেই পদাঙ্ক অন্তরে রয়ে গেছে চিরতরে
কয়েক পলক চোখে চোখ রেখে কিছু নিবেদন
স্মৃতি হয়ে রয়ে আছে সেই মায়াবী নয়ন।
হাতে হাতে রেখে অবসর কিছুক্ষণ
চিরতরে রেয়ে গেছে সেই বন্ধন
কিছু স্মৃতি মরমে মরমে
বয়ে যায় নিরন্তন
সে যে না বলা প্রেম
যা আজও চিরন্তন