ঝঞ্ঝা হীন উন্মুক্ত আকাশে
নীল মেঘের খেলা
সোনালী রঙের রোদ মেখে যায়
সাদা বলাকার ডানা
মাঝে একটা ঐকান্তিক প্রচেষ্টা
বলাকা আর তিমিরের বন্ধনের
অভেদ্য তিমিরের বুকে
যে জলছবি ভাসে
তুলে নিয়ে আসার অদম্য অভিলাষ
মনের মধ্যে দ্বন্দ্ব জাগায় বারবার।
হাজার বছরের পুরানো পাণ্ডুলিপির
শেষ নিদর্শনের মতো ভঙ্গুর
লালচে রঙের প্রভা ঢেলে যায়
রঙ্গ তামাশায়.....
বিচিত্র ভাষায় আদিম সভ্যতার লিপির মত।