মুখে জ্বলে ফুলঝুরি
*****************
অধমে অধমে ছেয়ে গেছে
লোকালয় থেকে আলয়
তাতে নেই আর মধ্যম
সবাই এখন নরোত্তম
একে অপরের পেটে পা রেখে
সমাজ করছে আলো
সাদা রঙে সাদা নেই আর
চারিদিকে শুধু কালো।

যারা জানেন না অ আ ক খ কেমন
পান্ডিত্য তাঁদের বিশাল এমন
আচরণ জ্ঞানীর মতো
পেটে চাপ দিলেই বেরুবে
পচা দুর্গন্ধ যতো
সত্যের কাহিনী আদর্শের বাণী
এদের মুখে জ্বলে ফুলঝুরির মতো
দিগ দর্শনের লাগাম এদের হাতে
সামজ চলে এদের কথামতো

উল্টোদিকে কাব্য পড়ে চৌরাস্তার শেষে
তারা খসার কারণ খোঁজে
সভা সমিতিয়ে বসে
বারান্দায় বসে দুনিয়া দেখে
হাঁসের ডিমের মতো
জলাশয় এদের সমুদ্র লাগে
জোয়ার ভাঁটা আসে
এদের বিধিমতো
ধূমকেতুর পুচ্ছে পা রেখে
দিব্বি বেড়ায় গ্রহে
উর্ধে নিম্নে পার্শ্বে পিছে
এরাই আছে ছেয়ে