মৃত মমি
/////////////////////
সাদা ইনভেলাপ টার উপর
জ্বল জ্বল করেছে মুক্তোর মতো,
নীল কালীর লেখা দুটো লাইন দশটা অক্ষর ।
বইয়ের উপরের পাতায়
জমে আছে কুড়ি বছরের ধুলোর আস্তরণ।
সাদা খাম টা আজও বয়ে চলেছে
দুর্বল ভীরু হৃদ স্পন্দন।
পাতা গুলো উল্টোতে উল্টোতে
পেলাম একটা শুকনো গোলাপ।
প্রেম আবেগ মিশে সেদিনের রং ছিল কতো
আজ নেই দাম সেদিনের মতো
গোলাপটাই আছে,
আবেগ নেই,রং নেই
অনাদরে শুকনো হয়ে গেছে
এই সাদা খামের ভিতর
।
রয়ে গেছে
সাদা পাতায় নির্যাসের দাগ।
হৃদয়ে নেই আর রাগ-অনুরাগ
আছে শুধু বেদনার শুকনো দাগ।
কতদিন ভেবেছি
গোলাপ দিয়ে
করবো প্রেম নিবেদন
নানা কথায় ভেসে গেছি
মনের প্রলাপে
দেখে ওই চন্দ্রবদন।
শুকনো বইয়ের সাদা খামের সাথে
আজ শুকনো গোলাপ হাতে,
প্রেম আজ মৃত মমি
এই শুকনো বইয়ে সাথে।