মন পড়ে রয়
///////////////
দৃষ্টি যায় যত দূরে
বিস্তীর্ণ বালু ভূমি চোখে পড়ে
তারই সাথে মিশে গেছে
লাল মাটির সরু গলি।
দুই ধারে কত ,
অনামি ফুল ফুটে আছে পাঁপড়ি মেলি
সাথে কাঁটা বনের ছায়া।
চাতক চোখ
দূর দুরান্তে নিষ্পলকে তাকিয়ে থাকে,
মন পড়ে রয়-
তোমার ফেলে যাওয়া পায়ের ছাপে।
ঘূর্ণি বাতাসে
লাল মাটির ধুলো মিশে গেল
গোধূলির আকাশে
ছায়া এঁকে উড়ে গেল
কিছু ফিরতি মাছরাঙা-
নীড়ে ফেরার গরজে।
পথ ভোলা নীল গাইয়ের
ক্লান্ত শরীরের
ক্ষুরের শব্দ কানে আসে।
কানে আসে জোনাকির গান।
সন্ধ্যা নামে
চাঁদের খেলা চলে সাদা কালো মেঘে
লাল মাটির পথে দৃষ্টি বিলীন হয়ে যায়,
বিলীন হয়ে যায় নিশ্বাস দীর্ঘশ্বাস-
শূন্য পথে,কাঁটা জঙ্গলে।
ক্লান্ত মন চেয়ে রয়-
ফেলে যাওয়া পায়ের ছাপে।।
দক্ষিনা বাতাসে
আবার-
যদি ফিরে আসে সেই পায়ের ছাপ,
এই চালা ঘরের দুয়ারে।