মন নেচে যায়
/////////////////
হাড় ঝিরঝিরে শরীরটায়
বিষাক্ত কীট দানা বেঁধেছে
যার পোশাকি নাম পাপ।
লোভের লাভা স্রোতে লন্ডভন্ড
পুড়ে খান খান তবুও মন বলে নিষ্পাপ।
কামিনী কাঞ্চনের ভাবনা যখন
মনের স্রোতে বয়ে যায়
তনু দেহে জাগে ইক্ষু রসের আপ্লুত শিহরণ।
কত বাণী,মহাপুরুষের ছবি
গলায়,ঘরে ঝুলিয়ে রইলাম আমরণ
তবুও কি বন্ধ হয় সেই লোভের
লালা স্রোতের অন্তহীন ক্ষরণ।
কীটের হয়েছে বিস্তার বেড়েছে প্রবাহমান গতি
পতঙ্গের মতো উপচে পড়ছে
আছড়ে পড়ছে সহজ সরল
সুনীল সমাজ মতি।
কলেবরে বাহুতে পেশিতে এসেছে পুলকিত চমক
জীবন যাত্রার ,আচারে আহারে বিহারে
এসেছে আড়ম্বরী জাঁক জমক।
শরীরটা আজ আর হাড় ঝিরঝিরে নেই
তবুও সেই পুরানো পোশাকি কীট আছে ওখানেই।