মিশে যেতে চাই
।।।।।।।।।।।।।।।
এর পর মৃত্তিকায় মিশে যাবো
আগের মতো করে
মুষল ধারার বর্ষায়
হারিয়ে যাওয়া
বীজ তলার ধানের মতো করে
কোনো এক কালে
কোনো চাষীর হালে
হয়তো বা ফিরে পাবে !
বনানীর সেই অদৃশ্য শিহরণের ভিতর থেকে
ছিঁড়ে যাওয়া নাড়ির টানে
টনটনে যন্ত্রনায়
হাড় হিম করা বেদনায়
প্রাণহীন মানুষের গুদাম ঘরে
মিশে যেতে চাই
সেই আদিম অনাদি রহস্যময়ী মমির মতো।
শেষ বারের মতো
সেই গহন অন্ধকারে তিমিরের তারার মতো
মিশে যেতে চাই আগের মতো।


জাহান্নমের অন্তিম দরজায়
হয়তো বা ঝুলবো
সেই আদিম অনাদি অনন্তকালের
মিশে যাওয়া রহস্যের কাব্যে।
নীল জোছনায় অমৃত কালের সন্ধানে রইব
কোনো অনামি প্রেয়সীর
কনিষ্ঠা অঙ্গুলে আঙ্গুরীয় হয়ে ।
একদিন মিশে যাবো
আগের মতো করে।

এলো সেই গান ,
এলো সেই বাঁধ ভাঙা বাণ।
জাগলো সেই যৌবনের পিরিতের হাহাকার
হায় বিধাতা যেন মিশে যাই
আগের মতো
শেষ বারের মতো
যেন রহস্যের সন্ধানে
কোনো অনামীর
চোখের তারায়
শেষ জল বিন্দুর মতো।