মায়ের প্রতি
///////////
ভয় পেলে ব্যাথা পেলে মুখে আসে মা
মায়ের অভয় বাণীর নেই যে তুলনা।
মা উচ্চারণে বয়ে যায়
মমতার ধারা
জীবনের প্রতিপদে
প্রতি পাদ্যে আনন্দঘন
যোগ বিয়োগের ছন্দে।
মা থাকে আটবির মত
সর্ব লক্ষ্য ভেদে।
মা আজও তোমার
শুভাকাঙ্ক্ষী দিনে রাতে নিঃশব্দে।
জননীর মমতার চাদর
থাকে যদি সাথে
সর্ব দুঃখ কাটে হেসে হেসে
বিজয়ীর বিজয় রথে।
এই মর্ম ভেদীবাণ
পায় কিছু ভাগ্যবান
এ ,ব্যাতিত কিছু অনাচারী
যুগে যুগে আছে চিরকাল।
নব্য সভ্য মার্জিত বাবু দলের
বদলেছে মন ভাব কালক্রমে ।
সজ্ঞানে কিছু অজ্ঞানী
মাকে রেখে যায়
রেলস্টেশনে বা বৃদ্ধাশ্রমে।
মা তখনও কাঁদতো
যখন সন্তান খেতে পারতো না বলে,
মা আজও কাঁদে
সন্তান দুবেলা খেতে দেয়না বলে।
আরও আছে লুকিয়ে কতো মর্মস্পর্শী অজানা ইতিহাস
জীবন যুদ্ধে মা-ই হলো সেনাপতি
মা -ই  হলো সত্যিকারের আতস কাঁচ।


**********
জননী দিবসের ,সমস্ত মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য