মায়া ভূমি
////////////////////
তিক্ত,তীক্ষ্ণ জীবন ধারায় জর্জরিত জীবন
শুষ্ককাষ্ঠে আষ্টেপিষ্ঠে বাঁধা আছে মন।
মোহের মায়ায় লোভের ছায়ায়
জিভ,আলজিভ,আছে জুড়ে,
কর্দমাক্ত,রিপু সিক্ত জীবন ,
কবর শুধু যাচ্ছে খুঁড়ে।
হওয়ায় হওয়ায় আকাশে বাতাসে উড়িয়ে যে সত্যের বুলি বলো!
সত্য মর্গের সাধু সঙ্গের সংশ্রব
তবে নিত্য কেন এড়িয়ে চলো?
বেলায় বেলায় ভেলায় ভেলায় রিপুর খেলায়
ভরেছো যে পাপের গোলাঘর।
পাপের ঘড়া পূরণ হলে
অচিরেই মাটিতে মিশে যাবে স্বপ্নের দেউল,
মিশে যাবে অহংকারে গড়া ইমারত।
বায়ু সমুদ্রের সফেদ ফেনায়
ধরাতলের রঙ্গলীলায়
যে রঙ্গীন খেলা খেলছো তুমি।
সময়ের টানে,বিধাতার বাণে
নিয়তির সনে-
সবই কেড়ে নেবে এই মায়াবী ধরা ভূমি।
শক্ত মন্ত্রে, যৌগিক যন্ত্রে,
তন্ত্রে তন্ত্রে দিবানিশি যে ছিল সহচর,
নিঃশ্বাস গেলে সব কিছু ভুলে
গর্বের সাথে ছড়া দেবে ঘরে ঘেন্নার সুরে,
মালশা ভরা গোবর জল।
পার্থিব দেহ আমার আমির মোহ,
শ্মশান ভূমে কিংবা গেরস্থানে
হবে বিলীন।
তুমি আর আমি লোভে তাপের ইন্দ্রিয় বন্ধনের বন্ধনীর -
থাকবে না আর কোনো মিল।