মরমী আশা
******
শীতের ঠান্ডায় মিশে গেল
ঝিরিঝিরি বাদলের মেঘ
এক দু পশলা বৃষ্টি হলো
প্রতীক্ষা তবুও হয় না যে শেষ
পথ ভিজে ঘর দুয়ার ভিজে
ভিজে না অন্তর
আসবে সে
পথ পানে মন চেয়ে রয়।
বাড়লো গতি বৃষ্টি ধারার
হওয়ায় এলো ঘূর্ণিপাক
মন হয় আরো উতলা
সেখানেও বইছে ঝড়
তবু সেকি আসে
মন যার প্রতীক্ষায় চেয়ে রয়
গাছ গাছালি নৃত্য করে যায়
হওয়ার তালে ডালে ডালে
মনের অস্ত রাগ সে কি বোঝে
ঝড় বৃষ্টি যাই হোক
মন তাকেই খোঁজে।
শীতের হওয়ার পরশে পরশে
যে আবেগ ছুঁয়ে যায়
মনের আয়নায়
অন্তরের মূর্ছনায় সে যে নিরুপায়