মরা কটাল
////////////////////
অস্তাচলে রবি,
উড়ে যাওয়া মেঘের কোলে
দৃশ্য অদৃশ্য লুকোচুরির খেলায়
পিতাভ কমলা রঙে গেল ঢলে।
লম্বা পা,গলা ওয়ালা পাখি
শক্ত চঞ্চু ডুবিয়ে এখনও
আহারের খোঁজে ব্যস্ত-
দিনে রাতে ।
খাবারের জন্য বাঁচে
না বাঁচার জন্য খেতে থাকে?
সারি বেঁধে ফ্লেমিংগউড়ে যাচ্ছে
নীল চাঁদ ,নীল আকাশ মেখে
বায়ু তরঙ্গে ভেসে ভেসে।
ডানায় কোনো ক্লান্তি নেই!
অববাহিকায় চিকচিক করছে জ্যোস্না ,
কিছু কাদা মাখা,কুচি মাছ
মনের সুখে লাফিয়ে যায়।
বিহ্বল মন!বেলা শেষ
রাত্রি পোহায়,
এবার যাওয়ার পালা
ভাটা এসেছে,
মরা কাটল?
চিকচিক বালুরাশি
শুধু বালি আর বালি
চারিদিক বালুকাময়
গলা শুকিয়ে যায়
জল নেই-
জোয়ারের দেখা নেই।।
মরা কটাল?
আর এক বার জোয়ারের দরকার-
অববাহিকা ডুবে যাওয়ার জন্য।
।