মহাদশা
।।।।।।।।।
নাচছে সাপ, নাচছে ব্যাঙ
নাচছে গিরগিটি
আরশলাতে খুবলে
খাচ্ছে সবার মাথার ঘি।
পিঁপড়ে আছে মুখ উঁচিয়ে
দাঁতে শান দিয়েছে তারা
মাংস না হয় নাই বা পেলাম
হাড় গুলোর মজ্বা শুষে
খাবো এবার মোরা।

চামচিকিতে চক্কর দিয়ে খুঁজছে
কোথায় আছে ফাঁক ফোকর,
খালি পাঁজরা পেলেও হবে
সেটাও হবে আমার কাছে
অনেক বেশি সুখকর।

আজব দেশে বেঁচে আছি
ধিকি ধিকি চলছে এই প্রাণ
দলের ভিড়ে বেঁচে আছে যারা
তারা সবাই অল্পপ্রাণ,মহাপ্রাণ

হুলোটাও দাঁত খিঁচিয়ে
চোখ পাকিয়ে আছে দূরে দূরে
সুযোগ পেলেই সব নেবে ,
থাবা দিয়ে নেবে খপ করে।

ভাষণের অলংকারে
বাক্যের ইশতেহারে আছি মোরা
আছি জনতার হাহাকারে
আছি অনাহারে।
তবুও ভূমিকায় নয়
আছি উপসংহারে।

দুর্গন্ধের মহা স্তূপে
পড়ছে সবাই জ্ঞানের মহাপুরাণ
দিন গুনছি একা একা কবে হবে
এই মহেন্দ্র ক্ষণের মহাদশার
মহাপ্রয়ান।