মাদারী
//////////
এক মাদারী দুই মাদারী তিন মাদারী চার।
কে কত বড় ধাপ্পাবাজ বোঝা বড় ভার।
ঠগের রাজ্যে সব ঠগ বসে মুখোমুখি।
সবাই একই মুদ্রার এপিঠ ওপিঠ
একে অপরের গায়ে কাদা ছুঁড়ে,হয় ভীষণ সুখী।
মুখোমুখি বসে সদা ,
তারা এমন ভাব দেখায়
এক জনের গলায় জল ঢাললে
অন্য জনে পান করে যায়।
ভাব ভঙ্গিমায় এমন তারা প্রকাশ করে
একটা রুটি যেন
আধা আধা খায় ভাগ করে।
সুযোগ পেলেই একে অপরের কাঁছা ধরে মারে টান।
ঠগের রাজ্যে সবাই ধাপ্পাবাজ
নেই যে কারোর আত্ম সম্মান।

জোচ্চুরি,জোচ্চর,ধাপ্পাবাজ
ধাপ্পাবাজিতে ছেয়ে যাচ্ছে সমাজ।
ঠগ বাছতে এবার বোধহয় গাঁ হবে উজাড়,
উঁচুতলা নিচুতলা সবাই আজ নির্বাক অবলা শ্রোতা
ঘুমিয়ে,ঘুমানোর ভ্যান করে -
ভাগ বাঁটোয়ারায় দাঁড়িপাল্লায় অলিখিত উপভোক্তা,
আমজনতার জ্বলছে চোখ, জ্বলছে বিবেক
কান ঝালাপালা,
দিশেহারা তারা,আতঙ্কে কাটছে দুবেলা।
আস্ফালন আর ভাষণের ঠেলায় বাস্তব বড়ই নিস্ফলা।


সময় টা আজ অন্য রকম
ডুবে ডুবে ভাসছে তরী,
চাকচিক্যের বিষম খেলায়
সবাই আজ ভদ্রভেশী মুখোশ ধারী
দিনে রাতে শ্রীমতী'র চালে চলছে খেলা
কে কত বড় মাদারী।


মাদারী-বাঁদর/ভালুক নিয়ে যে খেলা দেখায়।