মা আসছে
////////////////
মিটিমিটি তারা গুলো চাঁদনী
রাতে চুপিচুপি হাসে,
কালো মেঘের ছায়ায় ছায়ায়
চোখ উঁচিয়ে অবাক হয়ে দেখে।
বিন্দু বিন্দু শিশির কণা যাচ্ছে
ভেসে হওয়ার আগে আগে।
খুশির সাথে আবেগ মেখে
ধরাদিলো শিউলি তলে
শিউলি ফুলে একসাথে।

তাইনা দেখে শিউলি-
দিলো একটু আতর ভোরের
হওয়ার স্রোতে।
সিক্ত ধরা,সিক্ত শিশির
সিক্ত শিউলি ,সিক্ত আজ কাশ
ফুলের ওই বন,
সবার আগে সিক্ত হলো
ধরা তলের অশান্ত জন জীবন।

ভুলেছে বিষাদ ধরাবাসী,
মিলন মেলার ডাকছে বাঁশি।
সবার মুখে ফুটছে হাসি,
সবাই আমরা সবার পাশে
সবার সাথে আছি।
আতর ভাসে স্নিগ্ধ ভোরে
মিষ্টি রবির মিষ্টি কিরণ  যাচ্ছে
মিশে শরৎ মেঘে,


দূরে বাজে ঢাকির ঢাক,
কানে এলো বোধনের আওয়াজ।
দুটি পায়ে শিশির মেখে
ছুটোছুটি কাশ বনে।
মা আসছে আবার ঘরে
খুশির ছোঁয়া সবার মনে।