লটি (তৃতীয় পর্ব)
////////////////////////
সব কিছুতেই ছিল অবাধ চলাচল
গীতিনাট্যে,নাচে,গানে,
পারদর্শী ছিল অঙ্কনে ও
সমান দক্ষ ছিল বর্ষা নিক্ষেপনে।
জানিনা কোথায় হারিয়ে গেল মোর লটি,
এই পড়ন্ত বিকেলে আজও তাকে
খুঁজে বেড়াই,সঙ্গী আজ লাঠি।
আঁখি যুগল করে ছলছল
খুঁকি কাছে এসে বলে কি হল তোমার?
বলো মোরে আবার।
ঢোক গিলে মায়াবী চোখে তাকিয়ে বলি,
তোমার মধ্যে আমার লটি কে দেখি বারবার।
ওর বাবা ছিল বদ মেজাজি
বড়লোক উকিল।
আমি ছিলাম চাষার ছেলে
জীবন ছিল দৈন্য দশায় পঙ্কিল।
ওর বাবা বলত ছোটলোক চাষার বাচ্চা,
লোভে ভরপুর,
টাকার লোভে পড়েছে প্রেমে
ভালোবাসা কর্পূর।
টাকা কিছু পেলে সরে যাবে,
উড়ে যাবে ভালোবাসা।
দেখবো তখন থাকে কত প্রেম রোগ?
লোকে করবে ঠাট্টা তামাশা।
একদিন ডেকে ঘর ভরা লোকে,
করল মন ভরে অপমান।
বললো আমার বংশের মানদন্ডে,
আভিজাত্যে তুমি বড় বেমানান।
ক্রমশ................