লটি (ত্রয়োদশ পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।

ভূমি শূন্য হল প্রভাতের পদতল,
ধরা হলো দিখণ্ডিত,বায়ু শূন্য হলো বক্ষস্থল।
বিশ্বাস-অবিশ্বাসের মাঝে দুনয়ন,
দ্বিধা বিভক্ত মন।
কেবা সত্য -
শূন্য ঘর,যত্নে রাখা চিঠি,
নাকি চোখের সামনে গতকালের
ঘটনা ঘটে গেল যেমন।

তড়িত গতিতে গেল কক্ষের ভিতর,
উচ্চস্বরে ডাকিল লটির নাম ধরে।
তন্ন তন্ন করে খুঁজিল অন্দর বাহিরে।
ঘরের চারিধার,
কিছুই পাইলো না শূন্য ঘরে ,
পাইলো শুধু গলায় মাল্য দেওয়া ছবি তার।

দুচোখে নিঃশব্দে অশ্রুধার
গড়িয়ে পড়ল ঝোলা গাল বেয়ে,
এতদিনের প্রতীক্ষা পূর্ণ হলো
শুকনো মালায় কেঁদে কেঁদে।

কাঁপা কাঁপা হাতে খুলে
দেখে প্রতীক্ষিত চিঠি,
দুটো লাইন লেখা তাতে
ভুল করেছি ক্ষমা করো
একটু বসো শিউলি তলে।
ফলক নামায় এক মুঠো শিউলি ফেলো,
আমি শান্তি পাবো বলে।
ইতি তোমার লটি।

////////////////এখনকার মতো সমাপ্ত///////////////