লটি (সপ্তম পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।
পঁয়ষট্টি বছরের জমানো
ব্যথা অশ্রু হয়ে ঝরে,
কেমন করে কেটেছে দিন প্রতিদিন
কি করে বোঝাই তোমারে।

রাজ মহল ছেড়ে তুমি  
বস্তির ঘরে এলে কেমন করে?
জীবন থেকে অনেক কিছু
গেছে ঝরে ঝরে।

তোমার যাওয়ার পর,
বাবার চাপে ঘরণী হয়ে
গেলাম জমিদারের ঘর,
বছর ঘুরতে না ঘুরতেই
দিলো বিদেয় সবাই হলো পর।

জমিদারির সব গুণীই
ছিল স্বামীর সাথে,
সবার থেকে বড় গুণ,
অধঃগতি ছিল গ্রন্থিতে গ্রন্থিতে গেঁথে।
বাড়তে বাড়তে অত্যাচারে মাত্রা
ছাড়িয়ে গেল সীমানা,
মেনে নেওয়া দুঃসহ দুর্বিসহ হলো
জীবন যেন কসাইখানা।

ওসব কথা ছাড়ো।
তুমি বল তোমার কথা,
ভাবতে কেমন অবাক লাগে,
চাষার ছেলের সাথে হবে বস্তির মাঝে দেখা?
জীবন পথের রাস্তা মোদের তৈরি আগে থেকে,
মাঝে কিছু অশান্তির ঝড় ঝাপটায়
জীবন বয়ে গেছে অন্যদিকে।

ক্রমশ............