লটি (প্রথম পর্ব)
//////////////////////////
পড়ন্ত বিকেল রৌদ্রচ্ছটা কমে গেছে।
রুপালি রোদের নেই কোনো তেজ।
গোধূলি সামগত,অস্তাচলে রবি দেব।
দস্যি ছেলের খেলার কলাহল কানে আসে।
এসব দেখে মন বিহ্বল হয় স্বহর্ষে।
অজান্তে আমিও এখন
এসে পড়েছি পড়ন্ত বেলার বেলাশেষে।
চলতে গিয়ে গলির মুখে থমকে দাঁড়ালাম।
ম্রিয়মান কমলা রবি কিরণ এসে পড়েছে,
এক অষ্টাদশীর মুখে।
উৎসুক চোখ দুটি যেন কারো
অপেক্ষায় গলির দুয়ারে।
ওই অচেনা মুখ চোখ,
কত চেনা
বুকের ভেতর থেকে,
মনের কাছের,আরো কাছের,
জানিনা কেন এত স্নেহ এলো কোত্থেক।
ধুলোজমা বিবর্ণ স্মৃতির আঙিনায় ভাসে,
সে যে মোর লটি।
স্কুলের ঘরে,মাঠে,দোকানের
চলমান ছবি ভেসে আসে,
পঁয়ষট্টি বছর পুরনো এক মুখ।
তখন আমি কুড়ি আর ও অষ্টাদশী।
আবেগে ভেসে যেতাম দুজনে।
ছিলোনা কোনো বৈষয়িক চাওয়া পাওয়া।
কি অদ্ভুত মিল আজ এই অষ্টাদশী
অপরিচিত কন্যার সাথে।
সংশয়ে কাছে ডাকি।
কি নাম তব খুঁকি।
নত শিরে বলে নাম লাবণ্য
মাতা মোর লটি।
বুকের মাঝে করলো ছ্যাৎ
কি শুনলাম কথাটি।
ক্রমশ..........