লটি (পঞ্চম পর্ব)
//////////////////////

ভাবতে ভাবতে কালের স্রোতে
হারিয়ে যেতে চাই।
রাখতে চাই না এই বোঝার জীবন
চাইনা আর চড়াই-উৎরাই।
ঘরবন্দি দশায় কাটলো কিছুদিন,
লটির কথা ভেবে ভেবে
পণ করলাম ফিরাতে হবে সুদিন।

ভাগ্যচক্রে সুদিনের খোঁজে
পাড়ি দিলাম বিদেশ,
টাকার নেশায় বুঁদ হয়ে
ভুলে গেলাম স্বদেশ।

স্বপ্ন শুধু টাকা টাকা,
গাড়ি বাড়ি ঘর,
আভিজাত্যে,বংশের মানদন্ডে
হতে হবে বরাবর।
ফিরে এলাম টাকা পয়সা
দামি গাড়ি  নিয়ে।
বুক ফুলিয়ে দাঁড়ালাম আমি
লটির বাবার সামনে গিয়ে।
অবাক হয়ে তাকিয়ে সবাই!
প্রশ্ন করে কে?
কি দরকারে এলে ?
তুমি কাকে চাইছো হে?

প্রণাম করে দুপা পিছিয়ে গিয়ে
বলল চাষার ছেলে প্রভাস।
সঙ্গে সঙ্গে ভারি হলো
ঘরের ভিতর ছিল যত বাতাস।
ছিঃ ছিঃ করে বলে উঠলো
বদ মেজাজি উলিক।
তোমার জন্যই আজ
জীবন দুর্বিসহ,বাঁচা হয়েছে মুশকিল।

হতচ্ছড়া চাষার ছেলে
সাহস হয় কেমন করে?
ঘরের ভিতর আসার।
হোক না টাকা,হোক না গাড়ি বাড়ি!
আদপে তুমি চাষার ছেলে
সে কথা কেমন করে ভুলতে পারি?


ক্রমশ...............