লটি (নবম পর্ব)
।।।।।।।।।।।।।।।।।
রাজ ঘরানা ছেড়ে গেলাম
বাপের বাড়ি।
বাড়ি শুদ্ধ লোকের চোখ ছানাবড়া,
সমস্বরে উঠলো বলে
তুই একি করলি বাড়াবাড়ি।
সবাই মিলে বোঝাতে লালগো
হাজার হোক ওটা স্বামীর বাড়ি।

মনে নিতে মানিয়ে নিতে করলো
সবাই মিনতি।
দিকশূন্য,জ্ঞানশূন্য হলাম দিশেহারা,
কাদের সাথে বড় হলাম,
কাদের সাথে ঘর করলাম,
এরা কারা??

ভেবে ভেবে অনেক সয়ে
নিলাম স্কুলের চাকরি,
গতনু গতিক জীবন ধারায়
ভাসিয়ে দিলাম জীবনতরী
এমনি করেই কেটে যাচ্ছিল
জীবন যুদ্ধে একা।
ভাগ্যাচক্রে দুর্ঘটনায়
আমার মেয়ের সাথে দেখা।

একদিন ঝড় জলের দিনে
স্কুল থেকে ফেরার পথে
নিয়ে এলাম ঘরে।
বাবা মাযের প্রাণ গেল
বাসের ধাক্কা খেয়ে,
সেদিন থেকে আমার সাথে
আছে ছায়া হয়ে।
ও তখন ছোট্ট কুঁড়ি পরীর মতো মুখ,
পারলাম না ফেলে যেতে মায়া হলো খুব।

ক্রমশ...........