লটি (দ্বিতীয় পর্ব)
/////////////////////////
মাথা খানিকটা ঘুরিয়া গেল
মনের মাঝে কত কি দৃশ্য উঁকি দিলো।
কহিলাম এই নাম মোর ,বড় চেনা
বড় আপনার, বড় প্রাণের।
জীবনের নানা স্রোতে
এই নামে ছিল কত কল্পনা।
আছে জড়িয়ে কত রাগ,
আবেগ অভিমানের।
জানো খুঁকি এই লটি নামে
প্রাণে আসে শ্বাস ,মন ভরে আসে খুশি।
একদা প্রাণের জিয়নকাঠি
বাঁচার অবলম্বন ছিল এই লটি।
বার্ধ্যকে দাঁড়িয়ে জীবন সম্বল,
আর সাহারা এই লাঠি।
জানি না কেন অতীত
কথা গুলো তোমায় বলছি।
ওর নাম ছিল লবঙ্গ লতিকা,
ওকে সব বন্ধুরা ডাকাত লাবণ্য
আর!!
আমি ডাকতাম ভালোবেসে লটি!!
সবার থেকে আলাদা
সবার থেকে বুদ্ধিমতী।
সব কাজেই দক্ষ,পারদর্শী,
সব কাজেই ছিল অগ্রবর্তী।
কলেজে সব কাজে সবার আগে
থাকত লবঙ্গ লতিকা,
কে কি করবে,কে কোথায় যাবে ,
নখদর্পনে থাকতো সবার তালিকা।
ক্রমশ..........