লটি (দশম পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
ছয়মাস বয়স থেকে
ও আছে আমার সাথে,
সুখ দুঃখের সবার সাথী
ভাঙা গড়ার  জীবন রথে।
দেখতে দেখতে মেয়ে আমার
আঠারো বছর হলো,
যারা ছিল প্রানের আপন
অজান্তে কবেই ছেড়ে গেল।

প্রভাস বলে,
গলির মাঝেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কইবে কথা
ডাকবে না মোরে ঘরে,
ছোট থেকে আজ অবধি
জীবন কেটেই গেল এই অন্ধ গলি ধরে।

লটি ,
আজও তুমি আগের মতোই
আছো মোর হৃদয় ভুবন জুড়ি,
সে রাজ প্রাসাদ হোক
কিংবা অন্ধ গলি
বা যতই বিদেশ বিভুঁই ঘুরি।

নতশিরে লটি বলে,
তুমি নেবে কি আমায় মেনে?
এখন আমি আর একা নই
মেয়েও আছে এই প্রাণে।

লটি,
এখনো আছো আগের মতই
আছে পুরানো সেই সব গুন,
তিনটি প্রাণী  মিশে গেল
এলো নতুন ফাল্গুন।

অন্ধগলির অন্ধকারে
মিশে গেল তারা,
ক্ষণিক পরে ভাঙা ঘরে বাতি জ্বালিয়ে আবার
জ্বলে উঠলো ভোরের শুকতারা।

ক্রমশ.............