লটি (দ্বাদশ পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।
আপনি প্রভাস বাবু,
এই পত্র খানা আপনার
দিয়েছেন লটি,
দশ বছর ধরে সযত্নে গুছিয়ে রেখেছি আমি।
অমৃতলোকে যাওয়ার আগে লিখেছিলেন,
আপনার তরে এই পত্র খানি,
কত দুঃখ সয়ে সয়ে কিভাবে
জীবন কাটিয়েছেন সে শুধু আমি জানি।

ওই যে শিউলি গাছটা দেখছেন
ওখানেই করে ছিল অন্তিম শয়ন,
শেষ ইচ্ছানুসারে ডানদিকের কোণে
নামের ফলক করা হয়েছে রূপায়ণ।
কাছে যান নাম বর্ষ সবই হবে দৃশ্যায়ন।

থামিয়ে দিয়ে প্রভাস বলে
কি বোকছেন আবোল তাবোল,
গত রাত্রে লটি ও তার মেয়ে আছে পাশের ঘরে,
বাবু ভুল দেখেছেন দশ বছর আগেই
মা মেয়ে দুজনেই গেছে পরপারে।

অভিমানে,রোগ দুঃখ সয়ে সয়ে
ডাক্তার দেখাতে চাইলেন না,
আত্মীয় স্বজন প্রিয়জন যারা ছিল
কাহাকেও কাছে আসতে দিলেন না।

জ্বরে জ্বরে এক মাস ধরে
আপনার অপেক্ষায় থেকে থেকে
অন্তিমলোকে গেলেন লবঙ্গ লতিকা।
তার সাত দিন পরে গলায় দড়ি
বেঁধে প্রাণ দিলো প্রানের দুহিতা।

ক্রমশ............