লটি (অষ্টম পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
বড় লোক হবো বলে
পাড়ি দিলাম বার্মায়,
তেল কোম্পানিতে জুটলো কাজ
পয়সা এলো উপর ওয়ালার কৃপায়।
গ্রামের ঘরে ফিরে এলাম ,
ধনী হয়ে স্বমহিমায়,
বদলে দিলাম জীবন যাত্রা
টাকার কৌলিন্যে এক লহমায়।
জায়গা কিনে প্রাসাদ প্রমান
বাড়ির নক্সা দিলাম ঠিকাদারের হাতে।
আরো কত স্বপ্ন নিয়ে দেখা করলাম
তোমার বাবার সাথে।
ফিরে এলাম শূন্য হাতে বিফল মন রথে।
বাড়ির আর দরকার কি আছে?
বাতিল হলো প্রাসাদ করা,
ঘুরি পথে পথে ।
মায়ের মতন গড়ন মেয়ের
মিষ্টি মিষ্টি মুখ
দেখছি সব কাজেই পারদর্শী খুব।
আছে দেখছি চিত্ত ভয়শূন্য,
নিজে থেকেই বললো
নাম রেখেছো তোমার নামে লাবণ্য।
ক্রমশ........