লন্ঠন ও তার ভালোবাসার শেষ স্পর্শ
-------------------------------

লন্ঠন টা ঝুলছে,
অন্ধকারের একমাত্র সাহারা।
কত অন্ধকার রাতের জ্বলজ্বলে সাক্ষী।
কত ঝড় বাদলেও নিষ্পলক
ছড়িয়ে দিয়েছে জ্যোতির দুত্যি একাকী।
এই ঘরের কত উত্থান-পতন ইতিহাসের প্রত্যক্ষী।

আজ লন্ঠনটা সামান্য বাতাসে দুলছে,
দুত্যির ছাটাও ক্রমশই ক্ষীণ হচ্ছে,
ম্রিয়মান হচ্ছে ধীরে ধীরে,
চোখের সামনে সব ধুম্রমান
আবছা আবছা যাচ্ছে সরে সরে।

বাতির আলো বাড়িয়ে দিলাম খানিকটা,
আলো বড়লো একটু,তবুও অন্ধকার
রইল পুরো ঘরটা।
লন্ঠনটা আরো বেশি করে দুলছে,
বাতির আলো ধীরে ধীরে কমছে।

কিছুটা সময় পর-
বাতিটা নিভে গেল,
শুধু একগলা ধূম্রজাল বাতিটাকে ঘিরে ধরলো।
পায়ে পায়ে এগিয়ে গেলাম,
লন্ঠনটা নাড়িয়ে দেখলাম
ইন্ধন শেষ হয়েছে!
বাতির পোড়া ঝাঁঝালো গন্ধটা নাকে এলো।
বোধহয় এটাই ছিল
লন্ঠনের ভালসবাসর শেষ স্পর্শ।