লাটাই বিহীন ঘুড়ি
###############
টেবিলটা অগোছালো
কালিহীন কলম,
মুখ থুবড়ে পড়ে আছে খালি কলমদানি,
উঠোনে আজ ফুল নেই
তাই ফুলদানিটাও খালি।
এসেছে নতুন অতিথি
জালবুনে স্থাপন করেছে শিল্পীর অধিকার,
ফুলদানির ভেতরেও রেখেছে শিল্প গরিমার ছাপ।
অহঃরহঃ করে চলেছে ফুলদানির
বৈপ্লবিক পরিবর্তন চুপচাপ।
কত ব্যস্ত,কত কারুকার্য করে দিনে রাতে।
জলবোনে,খাবারের অপেক্ষায় চুপিসারে থাকে।
কিংবা শিকার কে নেচেনেচে কাছে নিয়ে আসা,
আমার কোনো কাজ নাই
ওদের শিল্প কলা দেখে দেখে
হচ্ছি আমি ধীরে ধীরে কোণঠাসা।
তুমি থাকলে -
ভাবনাগুলো হত অন্য রকম,
জীবন হয়তো অন্য ভাবে
অন্য খাতে বইতো অন্য রকম।
ঘরটাও ভীষণ অগোছালো
সোঁদা গন্ধে ভরে গেছে,
কোনায় কোনায় জাল বেঁধেছে-
ঘরের নতুন অতিথী
নিঃশব্দে সহচর দিনে রাতে।
দীর্ঘশ্বাসে,গভীর দীর্ঘশ্বাসে
এদের শিল্প কলা দেখে দিবানিশি কাটে
তুমি যাওয়ার পরে এটাই
দেখে দু নয়ন।
প্রতিদিনের জীবন আমার,
লাটাই বিহীন ঘুড়ি এখন।