কুয়াশা ভেজা মন
//////////////////
গোধূলির দিগন্তে
যেথা বলয় রেখা মিশে গেছে
নয়ন যুগল চেয়ে রয় তারি পানে
আবেগে আবেশে মন পড়ে রয় সেথা
ছোট ছোট কিছু ব্যাথা
না ভোলা স্মৃতি কথা
সেই পথ ধরে বয়ে যায় হয়ে মর্ম ব্যাথা
শীতের হিলেম বিকেল
শিশির মাখা কুয়াশা ভেজা বাতাস
বিবশ অন্তরের আকাশ
ঘিরে ধরে প্রকৃতি পরিবেশ
ছুঁয়ে যায় খোলা এলোকেশ
অশান্ত মন ভিজে যেতে চায়
যেথা শিশির টুপটাপ লুটায়ে যায়।
আকাশে বাতাসে কুয়াশা যায় ভেসে
মেঘে মেঘে উল্লাসে গোধূলি যায় মিশে
কুয়াশা চাদর চুমু দিয়ে যায়
আদরে আদরে চোখে মুখে
অন্তরে অন্তরে যে ঝড় যায় বয়ে নীরবে
শিশির ভেজা মন কুয়াশাঘন গোধূলি রঙে
টুপটাপ ঝরে যায় বোবা কান্নায় গুমরে মরে।