কুমদিনী
######

বছর কয়েক আগে,
দেখা হয়েছিল এক
চৈত্রের দাবদাহে।
মোটা কালো চশমা ছিল
তব চোখে।
সুঠাম দেহ,সোনালী গমের রঙ,
মিষ্টি হাসি ছিল তব মুখে।

এলোমেলো মাথার চুল,
পাজামা পাঞ্জাবি,ভারী
গম্ভীর কন্ঠস্বর।
উঠনে দাঁড়িয়ে শুনেছিনু
তব কথপ কথনের স্বর।
মনে মনে কোহিনু তুমিই
হবে মোর প্রাণেশ্বর।

কেন্দু পাতার ভেলা
কেন্দু পাতার ঘর-
সবই আজ খেলা ঘর।
লোকে কয় পাগলী
প্রেমে মনদিয়ে মরেছে
আর আপন হয়েছে পর।

মন দিয়ে মরেছে কুমদিনী
কেউ বুঝক না বুঝক
প্রাণনাথ আমি তোমার চিরদিনই।
অপেক্ষায় থাকব তোমার,
দিন মাস বছরের পর বছর
আর থাকবে মম কেন্দু
পাতার ঘর।