কৃষ্ণ চূড়া
///////////
শান্তি পাবে বলে
বিশ্ব ভুবন ঘুরে
শেষে ফিরে এলাম ঘরে।
তোমার আবেগ ঘন কথা
তোমার হাতে রোপন করা কৃষ্ণচূড়া
আজও আছে মাথা তুলে

উঠোনে যখন দাঁড়াই
তোমার যাদু ভরা হাসি দেখতে পাই।
সময় যাচ্ছে কেটে শুধু সঙ্গে তুমি নাই।
কৃষ্ণ চূড়ার তলে তুমি শায়িত বলে
ফুল দিয়ে যায় লাল রং ঢেলে
দুঃখের হাসি হেসে ব্যথা চেপে রেখে
একটু মাথা রাখি তোমার কোলে।
তোমার হাতের রোপন করা
কৃষ্ণচূড়ার তলে সময় কাটাই শান্তি পাবো বলে।

দেশ বিদেশে অনেক ঘুরলাম
তোমায় ভুলতে কোথায় পারলাম
তোমার পাশে বসে আকাশ পানে তাকিয়ে থাকি
জুন শেষ হয় হয় বর্ষা করছে আসি আসি
এক জুনে তোমার সাথে দেখা
এক জুনে তোমার সাথে ঘর বাঁধা।
এক জুনে তুমি লাগালে এই কৃষ্ণচূড়া
আর এক জুনে তুমি আমায় করলে বাঁধন ছাড়া।

ধুঁকে ধুঁকে জীবন চলছে না আর
তোমার সাথে শেষ বারের মতো যাবো মিশে
বর্ষা শুরু অঝোর ঝোরে
বুকের ব্যথা প্রেমের বাতাস
দিলো মুক্ত করে
রইলো শুধু কৃষ্ণ চূড়া ।