কমরেড আর দিও না হাততালি
""""""""”""""""""""""""''''''''
সৌমেন
"""""""”"""""""""""""""""""
কমরেড আর বাজিও না হাততালি,
কাজ নেই আজ আর ঊর্ধাকাশে
বজ্রমুষ্টি ছুড়ে সমস্বরে বলেওঠা,
মানছিনা মানবনা,করছি না
করবো না,
সময় হয়েছে নিজেকে বোঝার,
সময় আজ মূল্যবান,
নস্ট করে নাই কাজ।
মনে কি পড়ে ধোলাই হবে,পেটাই হবে কথা খানি,
কখনো কি তব অন্তরে জাগে গ্লানি?
কখনো কি মনে হয় জেগে ওঠে চেতনায়,
দিকমার্গে ছিল কিছু ভুল।
যা ভাল থাকবে শ্রুতি হয়ে
যেমন আছে বেদ,
যা কালো হানিকর
কালের স্রোতে মিশে যাবে অন্তরালে।
কেউ নাম নেবে না,
কেউ করবে না কোনো খেদ।
যেমন মিশে যাবে তুমি কমরেড
কমরেড তোমার সাম্রাজ্যে
তুমি নারদ,তুমিই বিভীষণ,
জানোনা তুমি?
পথে প্রান্তরে, তবুও জেনে শুনে
বীজ বপন করে গেছো মীরজাফরের
তিন দশক সময় ধরে
ভুলের সাম্রাজ্যে কিছু চতু:স্পদ গেছে শাসন করে,
দিবা নিশি,অহঃরহঃ লুটেপুটে,খেয়ে পকেট গেছে ভরে।
আগামী তিন প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করে।
এক সময় -
যখন তুমি তৈরি ছিলে ,
এক কথায় প্রাণ নেওয়ার তরে।
জেগে জেগে নিশিযাপন
কমরেড মনে কি পড়ে?
সেদিনের সেই সব কথপ কথন।
বুঝলো যখন পতন আজ সমাগত,
সাম্রাজ্যকে খলনলচে খোকলা করে।
দেশীয় উৎপাদন,নদীর দু-ধারে বেড়ে ওঠা
শিল্পাঞ্চল ধংস করে,
বিস্তীর্ণ মানব জাতির কপালে
কর্ম বিমুখ খোদাই করে,
অন্ধকারে অগোচরে গেল সরে।
আজ
বস্তির মেয়ের হাতে শাসনভার,
সাম্রাজ্যের রানী আজ,
মূঢ়,নির্বোধে ভরা সভা পরিষদে,
আমরা সবাই রাজা কে কাকে খোঁজে??
সেকি কি বোঝে !!
শিক্ষা,মনুষ্যত্ব,মানব অধিকার?
বেকার যুবক-যুবতীর হাহাকার??
সেও আজ পরিণত ।
সু-যোগ্য উত্তরসূরি!
তার লম্ব কর্ণ,চতু:ষ্পদ পারিষদরা
সেই পূর্বযদের পথচারী।
কথায় কথায় বলে গল্প বঞ্চনার,
কখনো ভেবে দেখেন যোগ্য আর
যোগ্যতা আছে কিনা?
কমরেড ভেবে দেখো আবার একবার।
চাই কি ?
তোমার শাসক লম্ব কর্ণ চতু:ষ্পদ?
না তোমার শিক্ষিত বেকার বুভুক্ষু,
প্রজন্মের মুখে ভাত?
তুমি কি ভাবিবে আবার !
তুমি কি করিবে চেষ্টা?
তুমি কি হবে প্রস্তুত?
তোমার পাপের প্রায়শ্চিত্ত করিবার!
আজি সময় তোমার দ্বারে,
সময় থমকে যায়নি!
শুধু তুমি পথ ভ্রষ্ট হয়েছ,
লক্ষ্যভ্রষ্ট বারেবারে।
তোমার বার্ধ্ক্য উপনীত,
তোমার শিক্ষিত উত্তরসুরি,
জীবিকা হীন বেকার ,লাচার,
যে পাপের,অহংকারের দালান
নির্মিত হয়েছিল তোমার হস্তে,
চিতায় বিলীন হয়ে যাওয়ার আগে,
দেখে যেতে হবে,শয়ে যেতে হবে,
বিমর্ষ,অশ্রুসিক্ত চক্ষে,বুকজ্বলা বক্ষে।
কমরেড সাধের সৌধের দালানে,
আজ ভরে গেছে,
পরজীবী,অণুবীক্ষণিক বীজানু,
প্রতি বর্গইঞ্চিতে,বসিয়েছে,
তোমারই লালিত পালিত,
সংক্রামক ব্যাধির থাবা।
নেই কোনো ওঝা,নেই কোনো বৈদ্য
বা দৈবাৎ থেরাপি,
বেঁচে আছে শুধু এক অবর্থ্য সার্জারি।
_________________________
মে দিবস জিন্দাবাদ কমরেড
”""""""""""""""""""""""""""""'''''''''"""""'"""