কি কয় ওরা  (৩য় পর্ব)
***********
মন্ত্রী মশাই দিলেন আদেশ
মোসাহেবরা ছড়িয়ে দিলো টাকা শেষমেশ
লেজ নাড়িয়ে সবাই গেল শুয়ে
কেউ রইলো না আর অবশেষ
ঘন্টা দুই পরে
আস্ফালন আন্দোলন সবই গেল সরে ।
রঙ্গিন জলের বোতল হাতে অট্টহাসি হেসে
অপ্সরাদেরকে বাহুডোরে রেখে
নেতা মন্ত্রী সমস্বরে বলে
সবাই কে শিক্ষিত করে দিলে
রাজ্য কেমন করে চলে?

নেতা ,সমাজের মাথা, মন্ত্রী আরো বলে
সব কিছু কি ধর্তব্যের মধ্যে চলে
শুয়োর আছে গোঙানি থাকবে চিরকাল
আমরাই লিখবো ওদের ভাগ্য
ওদের ইহকাল পরকাল।
আস্ফালন আন্দোলন
কিছু ব্যতিক্রমির চিন্হ স্বরূপ
গুটি কয়েক টাকা মুখে গুঁজে দাও
সবাই থাকবে  চুপ
সবাই মুখে আঁটবে কুলুপ।

মেরুদন্ড ভাঙা যাদের
তারা কি আর বোঝে ভাষা প্রতিবাদের।
ওদের অধিকারের লড়াইয়ে
যে হয়েছিল মাথা
তার মাথার ছাদ গেল বেঘর হলো
মুখ হলো কালিমাখা।
প্ৰতিবাদের ভাষায় আজ নেই কোনো ধার
তলে তলে বাজছে শুধু সওদা বাজীর ঢাক।
যুগে যুগে সত্যি এরা মেরুদন্ডহীন শুয়োর
এদের জন্য কখনোই নয় মুক্ত আকাশ
সোনা ঝরা রোদ।