কি কয় ওরা (২য় পর্ব)
***********
গেল বছর বন্যায়
গেল গাঁ গেল ঘর গেল সব গোলাঘর
ভরে উঠলো তোদের মহল
তোদের সাধের গুদাম ঘর।
এ বছরও দেখা দিলো প্রকৃতির খেলা
কোথাও নেই একটু অন্ন
শুধু হাহাকার শুধু অশ্রুধারা
তোদের অতিশালায় জমে উঠলো মেহেফিল
অপ্সরার নাচ দেখে মত্ত সমাজের মাথা
নেতা থেকে মন্ত্রী।
আজ তোদের মিশিয়ে দেব
বঞ্চনার এই বুকফাটা মাটিতে
যারা ইন্ধন দিচ্ছিস
লুটে খাচ্ছিসএই ক্ষয়রোগের বাটিতে
আজ আর নয় শুধু আস্ফালন
এ যে অধিকারের লড়াই মরণ বাঁচন।
দু পেগ রঙ্গিন জল
গলগল করে গলায় ঢেলে নেতা কয়
কত এলো আর কত গেল
বাঞ্ছারামের দল
কতো হলো আন্দোলন।
কিচু টাকা দে ছড়িয়ে শুয়োর গুলোর মুখে
সব শুয়ে যাবে লেজ নাড়িয়ে
খাবে চেটে চেটে।
যুগে যুগে এদের কে রাখতে হবে এভাবে
এটাই ওদের ভবিতব্য এভাবেই ওরা বাঁচবে
ওরা কাঁদবে মরবে আস্ফালন করবে
ছিঁড়ে খাবে নিজেদের
ঠান্ডা ঘর রঙিন জল
অপ্সরার কটিদেশ
এ সবই তো আমাদের,
আমাদের ভাগ্যে