কি কয় ওরা       (১ম পর্ব)
********
কারো হাতে দা কাটারী
কারো হাতে বল্লম তরবারী
হাত উঁচিয়ে করছে আস্ফালন
জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন
চারিদিকে সমস্বরের চিৎকার
আন্দোলন আন্দোলন
জনতার মিছিল বজ্র মুষ্ঠী হাত
সবাই গলা মিলিয়ে বলছে
মিলিয়ে নেব যত আছে হিসাব
বস্তা পচা মগজ ধোলাই ধরাপাত
বাক্স বন্দি আছে যত মন লোভানো কিতাব
আজ হবে এই সমর সম্মুখে সমান সমান হিসাব।

লাভা স্রোত বইছে বিদ্রোহের
মিশে যাবে তোদের
হাড় মজ্জা শরীরের রন্ধ্রে রন্ধ্রে।
বঞ্চনার পাহাড়ের আদিপুরুষ মোরা
হিসেব কি রেখেছিস
কি হিসেব দিবি তোরা
যুগে যুগে তারকা খচিত আসরে মিথ্যার ভাষণ
আশ্বাস আর শোষণের বংশ পরম্পরায় শাসন
এই তোদের সাম্য নীতির উজ্জ্বল নৈতিক ধারা।

ঠান্ডা ঘরে মন্ত্রী মশাই চেঁচিয়ে বলে
ওরা কি বসতে চায় সমাজের উচ্চ বর্গে?
ওরা কি কয়
বাহ সখ তো মন্দ নয়!
ছোটলোক ইতর চামারের দল
গলা উঁচিয়ে কয়
ঘুষ খাওয়া অন্যায়
ওরে মূর্খ আমরা বলি
ঘুষ খাওয়া হলো অন্য আয়।।
মন্ত্রী মশাই আরো বলে
ওরে একটু তো তোরা রাখ লাজ সরম
জানি বংশ পরম্পরায় তোরা ছোটলোক বেশরম
তবু কেন করতে চাস তোরা অতিক্রম
সত্যি তোদের হয়েছে মতিভ্রম।