কি হলো বলুন তো বিজন বাবু?
####################
সবকিছুই আছে আগের মতই
কিছুই বদলায় নি,
সেই ঘর,সেই উঠোন, সেই রাস্তা।
আছে সেই বাগান,জল ভরা পুকুর,

শুধু বদলে গেছে নবীন আর কচি কাঁচার দল।
তুমি সেই যে কবে একবার এসেছি এই গরমে এই গ্রামে,
মনে পড়ে তোমার?
পায়ে পেন্সিল হিল জুতো,
পরনে ওয়েস্টার্ন এক স্কার্ট,
গোলাপী।

আজ সব কেমন চুপচাপ,
পুকুরে জল আছে তবুও
শেওলা পড়ে গেছে,
বড় রাস্তাটা সরু থেকে সরু হয়ে গেছে।
দুপাশে কত অজানা বন ফুলে ভরে গেছে।
নেই আজ দৌড় ঝাঁপ,দুপুরের দুপধাপ,দাপাদাপি,
দুরন্ত বালক,বালিকার।
হৃদপিন্ডটাও আছে ,শুধু বদলে গেছে উঠা পড়ার স্পদন।

কি হল বলুন তো
বিজন বাবু??