কি হচ্ছে এটা
:::::::::::::::::::::::::
ভিড় বাড়ছে,একজন দুজনকরে,
বাড়তে বাড়তে একশোদুশো
ওরে বাব্বা কাতারে কাতারে
বেড়ে যাচ্ছে থিক থিক
করে জনপ্লাবন।
কেউ নাঙ্গা পায়,কেউ খালি গায়,
করো বসন ফাটা,কারো হাতে জুতা,ঝাঁটা,
কারোর হাতে লাঠিশটা
কি হচ্ছে বলুনতো ব্যাপারটা।
ভিড়ের মাঝে নানান শব্দের বুলি,
কারমুখে কুৎসিত গালি,কেউ বা
ডান্ডা হেলিয়ে করছে আস্ফালন,
কেউ বা মা,বোনকে গালি দিয়ে
ষাঁড়ের গলা করছে নির্গমন।
হা করে তাকিয়ে থাকি
ভাবি এ কোন শিক্ষত,
সভ্য ভদ্র সমাজের আচরণ।
ভিড়ের মাঝে একজন কে সুধাই
কি হয়েছে দাদা?
কিসের এত শোরগোল কিসের
জন্য এত আন্দোলন।
দাদা প্রশ্ন করার সময় নেই
সামিল হয়ে যাও ভিড়ে,
তালের সাথে তাল মিলিয়ে
গলা খুলে চিৎকার দাও জুড়ে।
কিন্তু হয়েছে কি বলবেন একটু খুলে?
ভিড়ের মাঝে একটা লাথি
পড়লো আমার পশ্চাৎদেশে,
গালি দিয়ে বের করে দিল
ভিড়ের ভিতর থেকে।
ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে থাকি,
ভাবি কি হলো কিসের তরে
এত হৈহট্টগোল।
হুঙ্কারে সবাই গর্জে উঠছে-
দূর হঠাও কালা কানুন,
হাম মর মিটেঙ্গে মগর আজাদী ছিনকে লেঙ্গে,
এখন একটু বুজলাম কেনএত শোরগোল।
ভিড়ের মাঝে জোয়ান,মহিলা, বুড়ো,বুড়ি
তাদের সাথে ছয় সাত বছরের
খুদেও ভরা আরো কত কত আন্দোলন করি।
খুড়োর কলের সামনে যারা কাঁধে বন্দুক
হাতে তাদের রাম দা ধরা।
মাথার পরে কালো ছায়ায় ভরছে আঁধার গর্জে উঠছে সমস্বরে চিৎকার আবার
এবার তোদের মাথা কেটে করব নিপাত।
একটা বুড়োকে জিগ্যেস করলুম ক্যায়া ছিনেঙ্গে,
কিসের আজাদী,
আর কি কালা কানুন?
বুড়ো কয় কে জানে,জানিনা বাপু,
চিৎকার করে আমিও দলে ভিড়ে গেলুম।
সাত বছরের বাচ্চা টারে জিগ্যেস করলুম কিসের আজাদী চাইছো,আর কি কানুন কালা,
মুচকি হেসে বলে ওরা বলেছে
কেক খেয়েছিস লাইনে
জোরে জোরে পা চালা।
পায়ে পায়ে লাইনের ভিড়ে সুধাই
ন'জওয়ানেরে কিসের আজাদী,
কি কালা কানুন বলবে একটু কাহানী।
আস্ফালনে গালি দিয়ে চেঁচিয়ে বলে
হাম ছিনকে লেঙ্গে আজাদী।
দেশের মাটিতে খেয়ে পরে তার বিরূদ্ধে
বন্দুক ধরে টুঁটি চেপে ধরছে যারা,
দিনে দিনে তুষ্টি তোষণ করে এদের
এত বাহবা দিচ্ছে কারা ?
জানতে চাই কেমন মানুষ,
কেমন দেশ ভক্তি,কি বানাতে চাইছে এরা।