কি বলছে হিসেব
//////////////////////
জীবনভর ছুটে ছুটে
যা সঞ্চয় করেছো দিনের শেষে,
হিসেব মেলাও এবার বসে
বিস্ফারিত চোখে সন্ধ্যার অবকাশে।
প্রতিদিনের একই হাল
থোড়বড়ি খাড়া ,খাড়াবড়ি থোড়ে
সাধের জীবন নাজেহাল।
উদোয়াস্ত একই সমীকরণ
অবলীলায় করছো
লোভের ফল ফুল সুখে চয়ন।
যার নেই কোনো সমাধান।
তবুও তাতেই সুখ খুঁজে পায়
ক্ষনিকের স্বার্থন্বেষী প্রাণ।

গাধার মতো মুখ গুঁজে
মূল্যবান সময় জীবন  থেকে যাচ্ছে ফুরিয়ে,
দিনে রাতে আমার আমার  হিসেব কষে
লোভের লালায় আষ্ঠে পিষ্ঠে আছো মিশে।
জীবন জ্যোতির ভবের খেলা,
কাটাকুটি যোগ বিয়োগ ছলাকলা,
তাতেও আর মিলছে না হিসেব
শেষ বেলা।


নিজের জীবন খাতায় বিরাট শূন্য
ইচ্ছে করেই তুমি হচ্ছো আরো চতুষ্পদী
হচ্ছো আরো বন্য।
তুমি কি ভেবেছো মাথায় তুলে নাচাবে,
নাচবে সবাই?
সবাই করবে তোমায় ধন্য ধন্য?
তুমি কে?
কেবা তোমার?
কাল সূর্য্য তুমি কি দেখতে পাবে আবার?
এই ভরসা নেই যেখানে
মিছেই কেন লাফিয়ে বেড়াও?
ডুব দিয়ে যাও?
অহংকারের দুর্গন্ধে স্বজ্ঞানে।

যখন তুমি বুঝে হাঁড়ির হাল
তখন সামনে তোমার দাঁড়িয়ে মহাকাল।
তুমি কে?
হিসেব নেবার!
এবার পালা হিসেব দেওয়ার।
তারই সুতোর টানে
খেলেছো তুমি ,
হাত পা ছুঁড়েছো তুমি
এদিক ওদিক বারবার।

তোমার বাড় বাড়ন্ত সাধের জীবন
তোমার নয় আর যে এখন!
জীবনভর চার "ম" এর অমৃত খেলায়
সাঙ্গ হবে তব এবার -
সাধের সখের খেলা সৌখিন ভবলীলা।

--------/////-------
চার "ম"
মদ
মাংস
মামলা
মেয়ে