খেলা ভাঙার খেলা
///////////////////////

নেই তব পায়ে বাহারি খড়মের বাহার
নেই আজ বুকে ভয় জাগানো
খড়মের সেই শব্দ,
তব পদতল আজ মাটি শূন্য
শেষের শুরু তব সাম্রাজ্যের ,
তিলে তিলে তব শ্বাস বায়ু হবে বন্ধ।

তোমার পদতলে মাথা তুলেছে কুশের বংশ
তীক্ষ্ণ তীব্র পত্রাগ্র করেছে বিকশিত।
তারও পেতে চায় অংশীদারের অংশ।
খড়্গ হাতে সবার -
বুঝেছে সরল সমীকরণ
ধ্বংস ধ্বংস শুধুই ধ্বংস।

দহনের অপেক্ষা-
রক্তক্ষয়ী যন্ত্রনা সয়ে যেতে হবে বাকি জীবন।
গান্ডিবের ছিলায় করেছিলে যে শর সংযোজন,
যে পাঞ্চজন্যের শব্দ লীলায়
উড়িয়ে ছিলে বিশ্বাস ঘাতকের হংস।
সবাই বুজেছে আজ সহজ সরল সমীকরণ
ধ্বংস ধ্বংস শুধুই ধ্বংস

তৈরি থেকো-
শায়িত হওয়ার  শরসজ্জা তব সম্মুখে
এ খেলায় তুমি পার্থ তুমিই সখা কৃষ্ণ।
এই যুদ্ধে নেই কোনো পিতামহ
নেই কোনো দ্রোনা চার্য্য -
বীর কর্ণ ও হবেনা অবতীর্ন।
মীরজাফর,দুর্যোধন দুঃশাসন-
সবাই আজ এক লাইনে ,
বুঝেছে সবাই সহজ সরল সমীকরণের অংশ
চাই শুধু ধ্বংস ধ্বংস শুধুই ধ্বংস।