খেলা
//////////
জাগরণের নামে ভূমি আজ সিক্ত
তরুণ, তাজা রক্তের প্লাবনে।
বাসা বেঁধেছে অবিশ্বাস
অলিগলি ঘরের ঘুলঘুলিতে
জানতে অজান্তে যকৃৎ,প্লীহা,
ফুসফুসের ঝিল্লীতে।
ঘরের সীমানা,সামিয়ানায়,
নীল আকাশে দানা বেঁধেছে
বিশ্বাস ঘাতকরা,
চোখের সামনে যে মুখ,
চেনা বড় মুশকিল,
নানা রঙের মুখোশে ঢাকা।
বিশ্বাসে মিশে আছে বিষ,
অজান্তে মৃত্যুকে কাছে ডাকা।
রাসলীলায় দাঁড়িয়ে তাজা রক্তের অবহেলা।
বিশ্বাসে ও বিষে সবাই আছে কাছে,
মেঘনাদের মত মনের আকাশে লুকিয়ে থাকে,
মাঝে শুধু মুখোশের আনন্দমেলা।
এ যে এক চোখবাঁধা কানামাছি খেলা