কেমন করে চুপ থাকতে পারো?
////////////////////////////////////
জ্বলছে শহর জ্বলছে নগর
জ্বলছে দেবালয়,
জ্বলছে দেহ ,জ্বলছে জীবন জ্বলছে অবুঝ মন।
জ্বলা আজ ব্যাধি নয়
জ্বালানোটাই ব্যাধি।
কে কত জ্বালিয়ে দিলো তাতেই বাড়ছে উপাধি।
জ্বালানো টাই বড় ব্যাপার
পিতৃ,মাতৃ,শ্বশুর কুলে।
সবাই ব্যাধির বাইছে মই
মূল থেকে স্তম্ভ মূলে।
পথে হাটে,স্থানে স্থানে
দিনেরাতে জ্বলছে সব,
কার ইন্ধনে ?
কিসের প্রয়োজনে ?
চলছে এইসব মুষিক প্রসব?
বিজয় উল্লাসের সাজে সেজে
ব্যস্ত সবাই জ্বালিয়ে দেওয়ার পুণ্য কাজে!!
ঘরের শিক্ষা বাইরে আজ
ছড়িয়েছে হাত পা সে তার।
বছর ঘুরে ঘরে ঘরে দুর্গা আসে,
প্রতি ষোল মিনিটে একটা দুর্গা
জ্বলে আর জলে ভাসে।
কে বা তাদের খবর রাখে?
জ্বলছে দেহ,জ্বলছে মন,
জ্বলছে জীবন
জ্বলবে শতশত আরো,
নিজের হাতে গড়া প্রাসাদ,
নিজের হাতে গড়া প্রজন্ম
জ্বলবে তোমার বুকের উপর
দেখব তখন তোমায়
কেমন করে চুপ থাকতে পারো?