কে-কার
///////////
সবই তার মায়া।
কেউ পেয়েছে ছাই কেউ পেয়েছে ছায়া।
এটাই জীবনের সার বত্ত্বা
তারই মাঝে কেউ বক্তা কেউ শ্রোতা।
খরস্রোতা নদী দেখে কেউ যদি পায় ভয়
ভয় তো তাকে কুরে খাবে সে কেমনে পাবে জয়।
জয় পরাজয় বিজয় তিলক থাকে না সবার কপালে
কেউ দেখে সূর্য্যদয় কেউ দেখে কালো মেঘ
দিনের ঊষাকালে।
দিনের তাপে কেউ কাঁদে শোকে
কেউ মরে হাহাকারে মাটিতে কপাল ঘষে
কেউ বুক চাপড়ে চিৎকারে গগন বিদারী বৃথা করে।
যা করছো তুমি এই মিলন মেলায়
সবই তার মায়ার খেলা
তুমি শুধু দেখছো উড়ছে ঘুড়ি হাওয়ার তালে তালে
হাওয়া তার ,লাটাই তার,
সুতো ধরে সেই মারে টান তার মন হোলে।