স্রোতের উজানে
মেঘ মল্লার দিনে
একলা আমি
মন ভেসে যায় নীল দিগন্তে
পশ্চিমী কোণে।
বাদল হওয়ায় জলে ভেজা নয়ন
ছুঁয়ে যায় তনুদেহ আর চরণ
তবু মন ভেজে না
শীতল অনুরাগে
স্মৃতির ঝাঁপিতে নড়ে চড়ে বসে
শুধু নয়ন তারায় জলরাশি ঝরে আসে
একি বিরহ না পূর্বরাগ
কে জানে।