কে দেখাবে আয়না
***********
কবে হবে চেতনা।
কে দেখাবে আয়না
কে বা তাতে দেখবে মুখ।
বাড়ছে লুটের অসুখ
বাড়ছে আমার আমার পঞ্চমুখ
সবাই জেনেও নিশ্চুপ
বিমূঢ় যারা মান্য তারা
মূর্ত সবার মাঝে
জ্ঞানী যারা বিজ্ঞ যারা
ত্যাজ্য সবার কাছে।
তুলাযন্ত্রে বিক্রি হয় প্রতিভা
মিছেই তোমার ডিগ্রীর বোঝা
চাই যে মনমতো দরদাম
আর চটিচাটা স্বভাব।
পারবে না তুমি খুঁজে
কোনটা মুখোশ কোনটা মুখ
চটিচাটার দাঁড়িপাল্লায়
দাঁড়ালে তুমি পাবে উন্নতির সর্বসুখ
এতেই যে লুকিয়ে আছে ধরা জয়ের সুধামুখ।
ওই যে যাদের উচ্চস্বরে
গলার আওয়াজ হচ্ছে ধ্বনিত
পাড়ায় পাড়ায় মোড়ের মাথায়
বিলোচ্ছে যারা দর্শন কথা কত
জানতে অজান্তেই
তুমি তাদের পদানত।
এমন সমাজে করছো তুমি বাস
যেথা সি -বর্গের হাতে থাকবে
হান্টার আর পাওয়ার।
সত্যি কারের গুণী যারা বিজ্ঞ যারা
তারা করবে অরণ্যবাস
নয়তো বা আমৃত্যু ফেলবে দীর্ঘশ্বাস।
এটাই এখন বিধি লিখন
কাল চক্রের পরিহাস।
খোদার খাসি আর ধর্মের ষাঁড়ের হাতে
পড়েছে ইতিহাস রচনার ভার
*****
সি- বর্গ
*অকর্মণ্য; অযোগ্য; মনুষ্যত্বহীন;
*
হান্টার
*ফাঁদকারী/স্বেচ্ছাচারের ছড়ি যাদের হাতে
*
খোদার খাসি
*যথেচ্ছাচারী, স্বেচ্ছাচারী।
*******
ধর্মের ষাঁড়
*যথেচ্ছাচারী, স্বেচ্ছাচারী।
******