কথা বলে যন্ত্রনা
////// /// /////
চলমান জীবনের প্রতিচ্ছবি-র সামনে দাঁড়িয়ে
ভুত দেখার মতো অবস্থা।
হতবিম্ব বিবর্ণ ফ্যাকাশে এক প্রতিফলন।
হিসেবের প্রশ্ন ঝড়ে ক্ষত বিক্ষত অন্তর শরীর মন।
যন্ত্রণা গুলো কাটা ছেঁড়ার ময়না তদন্ত করে।
পাঁজরের মজ্জায় ধমনীর রন্ধ্রে রন্ধ্রে
পুঁতে যায় প্রশ্নের বাণ।
বারবার জানতে চায়
কেন নিয়েছিলাম সিদ্ধান্ত ?
তিথি ,
কেঁদে কেঁদে ফিরে গেল
বুক ভাঙা যন্ত্রনা নিয়ে ।
রাগে ঘেন্নায় বিশ্বাসের
চারা গাছটা অঙ্কুরেই কেটে দিয়ে।
সবার সামনে চিৎকার করে
বলে ছিল তিথি-
আকাশ তোমাকে ভালোবাসি।
সেদিন বুকে সাহস রেখে বলতে পারিনি
পারিনি তোমার বিশ্বাসের যত্ন নিতে।
পারিনি চোখে চোখ রেখে বলতে
তিথি তোমায় ভালোবাসি।
আজও একা,
আজও পরাজিত,ভীরু ,
আজ ভয় পাই প্রতিচ্ছবি র
মুখোমুখি হতে।
জানো তিথি
জীবনটা আজ অন্য ভাবে বইছে
গুমরে মরা কান্নার সাথে।
অন্ধকার গলির অন্ধকারে।
টিকে আছি-
পদে পদে পরাজয়ের গ্লানি নিয়ে
তোমার বুক ভাঙা যন্ত্রনা গুলো
অনুভব করার জন্য।
আজ যে,
যন্ত্রনা গুলো নীরবে কথা বলে।