কথা কইলনা প্রেম
#############
মস্তিষ্কের রক্ত ক্ষরণ বাড়ছে,
বিরক্তি গুলো এলমেলো ভাবে
নেচে বেড়াচ্ছে ।
চোখ থেকে পায়ের নখ অবধি
বিরক্তিকর আলোড়ন।
অপলক নেত্র কিছুটা
আকাশ ঢেকে দিল,
চামচিকির কলরব কানে
আসার আগে মিলিয়ে গেল।
অলস মনের খানিকটা
অগোচরে তব মুখ আবছা,
হতে হতে বিলীন হল
ঝাপসা দৃষ্টিতে।
অচেনা অজানা গভীর রাতের
অন্ধকারে কথা নাইবা কইলে,
মনের অন্তঃপুরে খুঁজে
যাই নির্বিশেষে।
নির্বাসিত,নির্বাসন দিলে
শক্ত মনে,
নির্বাচিত ছিল যা প্রেম ধারায়।
চোখের তারায় ঠিকরে
পড়া আগুন জ্যোতি -
নিদারুন জমে থাকা তব ঘৃণা।
যে গরীমায় শুরু হয়েছিল
প্রণয়ী মনের চলাচল,
প্রেম ধারায় মিশে গেছে
প্রীতিহীন গরল।
শুধু শূন্য,মহাশূন্য মায়ার অন্তরালে।
বিরক্ত গুলো বড়ো হচ্ছে,
বাড়ছে যন্ত্রনা মাথা থেকে বুকে।
সপ্ত তারার খোঁজে মনবিনিময়
হয়েছিল দুয়ে।
তিমিরের আলোয় যে কথা
জানে জোৎস্না,
তারা রয়ে গেছে
আকাশের অন্ধকারে।