কথা ছিলো
///////////////
কথা ছিলো দুপুরের রেলগাড়িতে তুমি আসবে।
কথা ছিলো আবার তোমার সাথে দেখা হবে।
কথা ছিল চাঁদের রুপালি আলোয় হেঁটে যাবো একসাথে।
কথা ছিলো হাতে হাত রেখে
শিশিরে ভিজে যাবো দুজনাতে।
কাথাছিলো বুকে মাথা রেখে
ধমনীর গতি বুঝে নেব জ্যোৎস্না রাতে।
কথা ছিলো গোধূলির লাল আলোর
বৃষ্টিতে দুজনে ভিজে যাওয়ার
কথা ছিলো ওই রাধাচূড়ার
লাল আবির রঙে মন রাঙিয়ে নেওয়ার।
কথা ছিলো ওই বুড়ো বটের শীতল ছাওয়ায় বসে
মটর শুঁটি খাওয়ার।
কথাছিলো তোমার হৃদয়ের সাথে
হৃদয় মেলাবার।
কথাছিলো একই রেলগাড়িতে একই সাথে পথ চলার।
শুধুই কথা ছিল!!
সময়ে রেলগাড়িটা এলো
শুধু তুমি এলে না।
গোধূলি বেলায় খবর এলো
তোমার রেল গাড়ি অন্যদিকে
অন্যপথে।
রেলগাড়ি আসে রেলগাড়ি যায়
তবুও স্টেশন শুনশান।
শূন্য পথ ও দৃষ্টিপথ-
পাশাপাশি মুখোমুখি হওয়া আর হবে না।
সবই ছিল
শুধু আজ আর কোনো কথাছিলো না।